ভূপেন্দ্র নাথ রায়’র কবিতা-তুমি হীনে
তুমি হীনে
— ভূপেন্দ্র নাথ রায়
তুমি কবিতা, তুমিই গান,
তুমি সাত সমূদ্র, তেরো নদী,
দূর্জেয় এভারেস্ট শৃঙ্গ,
তপ্ত সাহারা মরু,
ক্লান্ত পথিকের সুশীতল ছায়া তরু।।
তুমি পাখির কলকাকলি,
তারার মেলা, ঢেউভাঙ্গা নদীর গান,
তুমি নিঃশ্বাস প্রশ্বাস, মুমূর্ষের প্রাণ;
তুমি চাঁদের রুপালী কিরণ,
কাঠফাটা রোদের একটু জল,
শীতের লেপ কাঁথা কম্বল,
কখনো আজম্মের মহিয়সী জীবন।।
তুমি প্রতিদিনের স্বপ্ন,
অনর্থক জীবন তুমিহীন,
তুমিই চিন্তা-চেতনা,গতি চলার;
সকল প্রেরনা,
তুমি আছ বলেই আমি!
তুমি বিনে চাঁদে অমাবস্যা,
নিশীথে ঘোর অন্ধকার।।