দিনাজপুরে র্যাব-১৩’র অভিযানে মাদক, গোলাবারুদ ও অস্ত্রসহ ১ আটক।
ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরে র্যাব-১৩ গুলি অস্ত্র ও মাদকসহ এক মাদকসেবীকে আটক করেছে। সূত্র জানায়, কোতয়ালী থানার কুতইর গ্রামে একটি শক্তিশালী চক্র দীর্ঘদিন যাবত দিনাজপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় ফেন্সিডিল, অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ এর মেজর তালুকদার নাজমুছ সাকিব এবং সিনিঃ এএসপি মাহমুদুল হাসান এর নেতৃত্বে একটি এলার্ট টিম গতকাল ৭ জুন বুধবার দিবাগত রাত প্রায় ১১ ঘটিকায় জেলার কুতইর গ্রামের আলমগীরের বাড়ী এবং আনোয়ারের খড়ের গাদায় অভিযান চালিয়ে ১টি দেশীয় শ্যুটারগান, ২ রাউন্ড গুলি, ১ রাউন্ড খালি খোসা, ২৪ পুরিয়া হেরোইন, ২৭১ বোতল ফ্যান্সিডিল এবং ২টি মোবাইল উদ্ধার করে । মাদক ও অস্ত্রব্যবসায়ী আলমগীরকে আজ ৮ জুন বৃহস্পতিবার সকালে দিনাজপুর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে জড়িত সবাইকে গ্রেফতার ও আইনের আওতায় আনা হবে বলে থানা সূত্রে জানা গেছে।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।