দিনাজপুরে পৃথকভাবে রবীন্দ্র জন্ম জয়ন্তী ও রেডক্রিসেন্ট দিবস পালন।
দিনাজপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
আজ ৮ এপ্রিল সোমবার দিনাজপুরে পালিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬ তম জন্ম জয়ন্তী। পৃথক একটি অনুষ্ঠানে রেডক্রিসেন্ট দিবস পালন হয়।
আজ সকালে মঙ্গল দীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মঙ্গলদীপ প্রজ্বলন করেন কবি আকতারুল হক। এর পর শিক্ষার্থীদের মাঝে অংকন প্রতিযোগীতার আয়োজন করা হয় এবং দিনাজপুর সম্মিলিত রবীন্দ্রগীত শিল্পীরা রবীন্দ্র সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সম্মিলিত নাট্য গোষ্ঠীর বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব জনাব শাহাজাহান খন্দকার এবং সভাপতিত্ব করেন চিত্ত ঘোষ। অাজকের রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানটি তিনটি সেশনে ভাগ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নাট্য ব্যক্তিত্ব, দিনাজপুর সংগীত কলেজের প্রভাষক জনাব সৈকত।
অন্যদিকে পৃথক আয়োজনে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, দিনাজপুর শাখা র্যালি ও শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ করে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, দিনাজপুর শাখার সভাপতি আজিজুল ঈমাম চৌধুরী এবং সভাপতিত্ব করেন জনাব বজলুল হক, সঙ্গীত কলেজ দিনাজপুর।