দিনাজপুর পৌরসভায় আন্তঃ সম্পর্ক উন্নয়ন সভা

 

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীতে অতি দরিদ্র জনগনের অধিকার ও প্রবেশাধিকার সুনিশ্চিতকরণ প্রকল্পর আওতায় আন্তঃ সম্পর্ক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। আজ ১৬ জুলাই রবিবার ওয়ার্ল্ড ভিশন, পল্লীশ্রী ও পামডোর আয়োজনে ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে পৌর হলরুমে  সভাটি অনুষ্ঠিত হয়।
সামাজিক নিরাপত্তায় দুর্নীতি-বাড়ায় জাতির দূর্গতি” এই শ্লোগানকে সামনে রেখে বক্তারা বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে বর্তমান সরকারের যে ৯টি সামাজিক নিরাপত্তা কর্মসূচী রয়েছে তাতে অতি দরিদ্র জনগোষ্ঠির প্রবেশাধিকার তরন্বিত হবে। সেবা দানকারী ও সেবা গ্রহণকারীদের মধ্যে আন্তঃ সম্পর্ক গড়ে উঠবে। সভায় পৌর এলাকায় প্রাইমারী স্কুলের শিশু শিক্ষার্থীরা উপবৃত্তি পায়না। তাদের উপবৃত্তি প্রদান করার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়। উল্লেখ্য, জয়পুরহাট সদর, পাঁচবিবি উপজেলা, দিনাজপুর সদর, ফুলবাড়ী ও বিরামপুর উপজেলায় এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।
দিনাজপুর পৌরসভার ৩নং প্যানেল মেয়র রোকেয়া বেগম লাইজুর সভাপতিত্বে প্রকল্প বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বেলাল সিদ্দিক, ওয়ার্ল্ড ভিশনের এ্যাডভোকেসী এন্ড কমিউনিকেশন অফিসার মীর রেজাউল করিম, পৌর কাউন্সিলর শাহীন সুলতানা বিউটি এবং বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান, একেএম মাসেদুল ইসলাম মাসুদ, মাস্তুরা বেগম, জাহাঙ্গীর আলম, রবিউল ইসলাম রবি, আশরাফুল আলম রমজান, সিডিএস পল্লীশ্রীর সিনিয়র কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার রবিউল ইসলাম, হাবিবুর চৌধুরী জনি, মুনিরা পারভীন পারভীন আক্তারসহ দিনাজপুরের বিশিষ্ট নাগরিক সমাজ।

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!