দিনাজপুর শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে শিক্ষা মন্ত্রনালয়ের কৈফিয়ত তলব
দিনাজপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ প্রমাণিত হওয়ায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার কৃষ্ণমঙ্গল স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহমুদ হাসানকে কেন অপসারন করা হবে না তার জবাব চেয়ে দিনাজপুর বোর্ডের চেয়ারম্যানকে কৈফিয়ত তলব করেছে শিক্ষা মন্ত্রনালয়।
জানা গেছে, শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ন সচিব সালমা জাহান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শাখা/১১(মাধ্যমিক-২) স্বারক্ষ নং ৩৭/০০/০০০০/০৭২/৩৯/০৬/১৬/৫২৩ তারিখ ১৯/০৬/২০১৭ ইং উক্ত কলেজে শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ প্রমানিত হওয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদ হাসানকে স্বীকৃতি প্রাপ্ত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক চাকুরী বিধিমালা ১৯৭৮’র ১১(ডি)ধারা অনুযায়ী কেন চাকুরী থেকে অপসারন করা হবে না, তা আগামী ১৫ দিনের মধ্যে জবাব চেয়ে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে কৈফিয়ত দিতে বলা হয়েছে। জানা যায়, ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদ হাসানের বিরুদ্ধে নিয়ম বর্হিভুত ২ শাখা শিক্ষকের এমপি ও বন্ধ সহ ব্যাপক অনিময় ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
জানা গেছে, শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ন সচিব সালমা জাহান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শাখা/১১(মাধ্যমিক-২) স্বারক্ষ নং ৩৭/০০/০০০০/০৭২/৩৯/০৬/১৬/৫২৩ তারিখ ১৯/০৬/২০১৭ ইং উক্ত কলেজে শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ প্রমানিত হওয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদ হাসানকে স্বীকৃতি প্রাপ্ত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক চাকুরী বিধিমালা ১৯৭৮’র ১১(ডি)ধারা অনুযায়ী কেন চাকুরী থেকে অপসারন করা হবে না, তা আগামী ১৫ দিনের মধ্যে জবাব চেয়ে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে কৈফিয়ত দিতে বলা হয়েছে। জানা যায়, ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদ হাসানের বিরুদ্ধে নিয়ম বর্হিভুত ২ শাখা শিক্ষকের এমপি ও বন্ধ সহ ব্যাপক অনিময় ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
উক্ত প্রতিষ্ঠানের সভাপতি প্রকৌশলী শামসুল ইসলাম জানান, তিনি এ ব্যাপারে কোন চিঠি পাননি। পরে কৃষ্ণ মঙ্গল স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জিজ্ঞাসা করলে তিনি চিঠি প্রাপ্যতার কথা স্বীকার করে বলেন, আমি আমার কিছু স্টাফের প্রতিহিংসামূলক ষড়যন্ত্রের শিকার।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।