দিনাজপুর হাবিপ্রবি’তে শ্রমিক ও ছাত্র সংঘর্ষ। আহত ৭
দিনাজপুরে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের জেরে জেলায় যান চলাচল বন্ধ রেখেছে পরিবহণ শ্রমিকরা। তাদের কর্মসূচির কারণে জেলার বিভিন্ন রুটের পাশাপাশি সকাল থেকে ঢাকা-দিনাজপুর মহাসড়কেও সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের বিভিন্ন পরিবহন বিকল্প পথে ঢাকায় যাতায়াত করছে। স্থানীয়রা জানায়, বটতলি মোড়ে বুধবার সন্ধ্যায় ওভারটেকিং নিয়ে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের শিক্ষার্থীদের সঙ্গে অন্য একটি বাসের চালক ও সহকারীর বাক-বিতন্ডা হয়। শিক্ষার্থীরা জানান, এ সময় শ্রমিকদের হামলায় আহত হন ৬ ছাত্র আহত হয়। এ ঘটনার প্রতিবাদে সকাল থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ ঘোষণ দেয়। পাল্টা কর্মসূচি হিসেবে পরিবহন শ্রমিকেরা ধর্মঘট শুরু করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে। জানা য়ায়, বিষয়টি নিয়ে আপোষ করার চেষ্টা পরা হয় কিন্তু রিপোর্ট লেখা পর্যন্ত কোন মীমাংসা ছাড়াই আলোচনা শেষ হয়।