ধর্ষণের পর মাদ্রাসাছাত্রীকে ফেলে দেওয়া হয় ড্রেনে
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ঝিনাইদহের কালিগঞ্জে দশম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর ড্রেনে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও মাদ্রাসাছাত্রীর পরিবারের সদস্যরা বলেছেন, গতরাতে দুজন মিলে ধর্ষণ করার পর আজ ভোরে তাকে একটি ড্রেনে ফেলে দেওয়া হয়েছিল।
ভোরে হাত-পা বাঁধা অজ্ঞান অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরিবারের সদস্যরা বলেছেন, গত রাত ৮টার দিকে মোবাইল ফোন রিচার্জ করার উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর সে ধর্ষণের শিকার হয়। ধর্ষকদের মধ্যে একজনকে সে চিহ্নিত করতে পেরেছে। পেশায় রাজমিস্ত্রী প্রতিবেশি এই যুবকের নাম আলামিন।
কালিগঞ্জ থানার ওসি মো. ইউনুস আলী বলেন, আজ শনিবার বিকেলে তিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মেডিকেল পরীক্ষা ও চিকিৎসার জন্য ভিকটিমকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।