সখীপুরে ধান কাটা শ্রমিক সংকট, দিশেহারা কৃষকরা
আনোয়ার পাশা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের সখীপুরে চলতি ইরি-বোরো মৌসুমে প্রয়োজনীয় কৃষি শ্রমিক সংকটে চাষিরা তাদের জমির পাকা ধান কাটতে পারছেন না। বর্তমানে কৃষি শ্রমিকের মজুরি ৬০০ থেকে ৭০০ টাকা। যা অন্যান্য সময়ের তুলনায় দিগুন।শ্রমিকের মুজরি অধিক হলেও ধানের মূল্য খুব কম।এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক জোঁকের উপদ্রপ দেখা দিয়েছে। কৃষি শ্রমিকরা জোঁকের কামড়ের ভয়ে ধান কাটতে চায় না অনেকেই। এতে মহা বিপাকে পড়েছেন ধানচাষিরা।
জানা যায়, এ মৌসুমে প্রায় ২০ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষ করা হয়েছে।
উপজেলার কুতুবপুর এলাকার কয়েকজন কৃষক জানান,সব খরচ মিলিয়ে প্রায় দুই মন ধানের মূল্য একজন শ্রমিকের মুজরির সমান।এছাড়াও এলাকাতে ব্যাপক জোঁকের উপদ্রব দেখা দিয়েছে।পায়ে পলিথিন বা কাপড় মুড়িয়ে ক্ষেতের ধান কাটতে হচ্ছে।এমন অবস্থায় তারা অনেকেই জমির ধান কাটতে পারছেন না।
সখীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম কৃষকদের ডামবুট পরার পরামর্শ দিয়ে বলেন, জমিতে ধান কাটার সময় কৃষকরা পায়ে ডামবুট অথবা পলিথিন মুড়িয়ে নিলে জোঁকের আক্রমণ থেকে কিছুটা রক্ষা পাবেন।