রুদ্র ম আল-আমিন এর কবিতা- ধ্রুবতারা
ধ্রুবতারা
রুদ্র ম আল-আমিন
১৯ বছর বয়সের প্রেম,,
শরতের দূৃর্বাবনে,
আলোর মিছিলে তখুন।
একটা সাধীনতা
দে- না – মা আমায়,
তাঁর শরীরের গন্ধ,
ঝিকিমিকি আলো,
ঝি-ঝি-ঝি পোকাদের আনাগোনা,
চড়ুই ভাতির গল্প,,,
আর ধ্রুব তারা
নিমিষেই ফাঁসির দড়ি গলায়।
সকাল সন্ধা ,,
দার কাকের প্রতিধ্বনি,
আবার ফিরিবে কি তুমি?
জল আর জলের ধারা,
বারিতে ভিজেছি আমি
সাদা সারস,
প্রভাতের আলোর রেখা,,,
ফুটন্ত গোলাপ,
ঝরিছে বাতায়ন হ’তে
সখ্যতা,
জলপ্রপাতে ভিজিতেছে অবিরত।