সাকিব জামাল এর কবিতা- নিরাপদ চিন্তা চাই!
নিরাপদ চিন্তা চাই!
– সাকিব জামাল
এখন, এখানে দুঃখরা ঘুরে বেড়ায় অষ্টপ্রহর!
এক মায়ের ঘর থেকে আরেক মায়ের ঘর!
বৈশাখী ঝড়ে শিশু-কিশোর আমগুলোর মত-
ঝরে পরে সন্তানের দেহ মাটির বুকে,
জীবনের অনাকাঙ্ক্ষিত দুখে,
অস্বাভাবিক মৃত্যুকুপে যমেরদল নাঁচে উলঙ্গ নাটীরূপ বেসামাল-বেপরোয়া!
সভ্যতার উৎকর্ষের- সেই আগুন,
জল,
খনিজ,
সড়ক,
আকাশ-
অনিরাপদ হয়ে যায় সব কিছু।
কারন, আমাদের চিন্তাও যে অনিরাপদ!
সর্বাগ্রে তাই, নিরাপদ চিন্তা চাই-
রুখতে দুঃখদের হরহামেশা ঘোরাফেরা।