পঞ্চগড়ে পূঁজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
নাজমুস সাকিব মুন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে পূঁজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জয়ন্ত সেন দীপু।
পরে অডিটোরিয়ামে প্রথম অধিবেশনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।
পুজা উদযাপন পরিষদ পঞ্চগড় জেলা শাখার আহবায়ক জীবধন বর্মনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় পূঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল, সহ সাংগঠনিক সম্পাদক নারায়ন সাহা অপু ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সদস্য শ্যামল কুমার সাহা।
সম্মেলনের দিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে জীবধন বর্মনকে সভাপতি ও বীপেন চন্দ্র রায়কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ পঞ্চগড় জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।