টাঙ্গাইলে ছিন্নমূল পথশিশুদের মাঝে স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন দশমিক এর পোষাক বিতরন
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন দশমিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ছিন্নমূল পথশিশুদের মাঝে ঈদের উপহার সামগ্রী হিসেবে পোষাক বিতরন করা হয়েছে। টাঙ্গাইল শহরের কাগমারী পাতুলীপাড়া এলাকার বস্তির ভাসমান ছিন্নমূল ও পথশিশুদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবী তরুণ ছাত্র ছাত্রীদের হাত খরচের জমানো টাকায় ওই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি” টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইলের পরিদর্শক শারিয়ার শারমিন, নাগরপুর কোনড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা দেওয়ান, হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি” টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি এ এম আনিসুজ্জান আনিছ, সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান, প্রচার সম্পাদক ও দশমিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মিনারুল ইসলাম, সহ-সভাপতি আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক তিলোত্তমা খান, সাধারণ সম্পাদক প্রাপ্ত সাহা, কোষাধ্যক্ষ নিলয় সাহা, দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান রোমান, মুন্নী, ত্রিজান চৌহান, উম্মে হাবিবা, অর্পিতা দত্ত, সুদীপা সাহা, ফৌজিয়া আক্তার,সুমি ও দশমিক ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ।
আয়োজকরা বলেন, ছিন্নমূল সুবিধা বঞ্চিত পথশিশুরাই বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকে। এই শিশুদের জন্যই আমাদের ক্ষুদ্র প্রয়াস, দশমিক পাঠশালাতে শিশুদের বিনামূল্যে শিক্ষাদান করা হয়। এছাড়াও শিশুদের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন আয়োজন করা হয়। দশমিক ফাউন্ডেশন মূলত অসহায় শিশুদের স্বপ্ন পূরণের প্রচেষ্টায় কাজ করে থাকে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। বিশ্বের প্রতিটি মুসলমানের জীবনে ঈদ আসে। ধনী গরীব সবার মধ্যে ঈদের আনন্দ জেগে ওঠে। তাইতো সমাজের কিছু নিম্নবিত্ত পরিবার আছে যারা ঈদে নতুন জামাকাপড় কিনতে পারে না। তাদের মুখে হাসি ফোটাতে দশমিক ফাউন্ডেশন আদালত পাড়ায় ছিন্নমূল পথশিশুদের জন্য কিছু জামাকাপড় আর মেহেদী উৎসবের আয়োজনের করে ২৮ রমজান। ঈদে নতুন জামাকাপড় পেলে যেমন আমরা খুশি হই ঠিক তেমনি এই ছোট ছোট শিশুরাও জামাকাপড় পেয়ে ভীষণ খুশি। দশমিক ফাউন্ডেশন চেষ্টা করেছে কিছু ছিন্নমূল শিশুদের মুখে হাসি ফোটানোর। মেহেদীর রঙে রাঙিয়ে দিয়েছে কিছু ছিন্নমূল শিশুদের। দশমিক ফাউন্ডেশনের প্রতিটি সদস্যদের মনে প্রবল ইচ্ছে শক্তি ছিলো, তাই তারা সমাজের কিছু ছিন্নমূল শিশুদের মুখে হাসি ফোটাতে কিছু জামাকাপড় আর মেহেদী উৎসবের আয়োজন করেছে।