পাকিস্তানের ইসলামি ব্যাংকে সাইবার হামলা, ৮০ কোটি রুপি উধাও
আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পাকিস্তানের ইসলামি ব্যাংকের পেমেন্ট কার্ড ডাটায় সবচেয়ে বড় সাইবার হামলা হয়েছে। এতে বিভিন্ন গ্রাহকদের একাউন্ট থেকে ৮০ কোটিরও বেশি রুপি উধাও হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম।
উর্দু নিউজের খবরে বলা হয়, পাকিস্তানের ইতিহাসে এটাই সবচেয়ে বড় সাইবার হামলা। সাইবার হামলার ফলে ব্যাংকটির পাঁচ হাজারেরও বেশি কার্ড অনিরাপদে রয়েছে। তবে ব্যাংকটির পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেয়া হয়নি। গ্রাহকদের এসএমএস সোর্সের মাধ্যমে এ তথ্য জানা গিয়েছে।
এ ঘটনার পর দেশটির কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সকল ব্যাংকে জরুরি বার্তা পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, সকল ব্যাংকের পেমেন্ট কার্ডের নিরাপত্তা জরুরি ভিত্তিতে নিশ্চিত করতে হবে। এছাড়া অস্থায়ীভাবে আন্তর্জাতিক ট্রানজেকশনও স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।