পাবনায় কৃষকলীগ নেতাকে দু’পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা
সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পুর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার চর শিবরামপুর এলাকায় খাইরুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে দু পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহত খাইরুল সদর উপজেলার চর শিবরামপুর গ্রামের মৃত সাবের আলীর ছেলে। তিনি ঠিকাদারী করতেন ও ৯ নং ওয়ার্ড কৃষকলীগের আহবায়ক ছিলেন বলে জানা গেছে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, ঘটনার সময় চর শিবরামপুর স্লুইজগেটের অদুরে জলাশয়ে মাছ ধরতে যান খাইরুল ইসলাম। এ সময় পুর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাথারী কুপিয়ে হত্যার পর পালিয়ে যায়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। কারা, কি কারণে খাইরুলকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য ও সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য নুরুল ইসলাম জানান, মাস খানেক আগে তার ওয়ার্ডে মাদক ও সন্ত্রাস বিরোধী কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে সদস্য ছিলেন খাইরুল। কমিটি গঠনের কিছুদিন পর স্থানীয় মাদক ব্যবসায়ী একই গ্রামের রাসেল হোসেন ফেনসিডিল ও অস্ত্রসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়। রাসেলের সমর্থকদের ধারণা, তাকে গ্রেপ্তারের পেছনে হাত ছিল খাইরুলের। সেই ক্ষোভের প্রতিশোধ নিতেই রাসেলের সহযোগীরা খাইরুলকে হত্যা করেছে দাবি করে নুরুল ইসলাম জানান, নিহত খাইরুল ৯ নং ওয়ার্ড কৃষকলীগের আহবায়ক ছিলেন।