পাবনায় বিশ্বাস ভবনে আগুন সাড়ে ৩ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে : ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ
সৈয়দআকতারুজ্জামানরুমী,পাবনাপ্রতিনিধি।কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পাবনা শহরের বিশ্বাস ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে ৬ তলা ভবনের প্রথমতলায় এ্যাপেক্স শো রুম থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়। পরে দ্বিতীয় ও তৃতীয় তলার বিভিন্ন কক্ষে আগুনের তাপদাহ ছড়িয়ে পড়ে। এ ভবনটির ৫ম ও ৬ষ্ঠ তলায় আবাসিক পরিবারের বসবাস ও রয়েছে। এ অগ্নিকান্ডের তাপে ৮ জন আহত হন। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫ কোটি টাকা দাড়িয়েছে।
এ ব্যাপারে পাবনা দমকল বাহিনীর সহকারি পরিচালক এম সাইফুল ইসলাম জানান, প্রাথমকি ধারণা,বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় সাড়ে ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সকাল আটটার দিকে আগুন নেভে। ভবনে থাকা এপেক্সের শো রুম, শ্যামলী কালার ল্যাব, বনলতা চাইনিজ রেস্তোরা সম্পূর্ণরুমে ভস্মিভূত হয়েছে। এ ছাড়া রুপালী ব্যাংক,পূবালী ব্যাংক,যমুনা ব্যাংক, ইসলামী ফাস্ট সিকিউরিটি ব্যাংক সহ ১৫ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৫ কোটি টাকা বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে, অগ্নিকান্ডের খবর পেয়ে পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন ও পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শণ করেন।