পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন-অবস্থান কর্মসূচী পালন
সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক (ত্রিপল ই) বিভাগে রুপান্তরের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছেন শিক্ষার্থীরা।
আজ দুপুরে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন পালন করেন ইটিই বিভাগের শিক্ষার্থীরা। পরে তারা বিভাগের সামনে বসে অবস্থান কর্মসূচীতে অংশ নেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ট্রিপল ই বিভাগের সাথে ইটিই বিভাগের সিলেবাসের ৯০ ভাগ মিল থাকা স্বত্তেও চাকুরী ক্ষেত্রে বৈষম্যের শিকার হতে হয়। ফলে স্নাতকোত্তর পাশ করেও হতাশায় দিন কাটে এই বিভাগের শিক্ষার্থীদের। এছাড়াও বিসিএস পরীক্ষায় ইটিই বিভাগের জন্য নির্দিষ্ট কোনো বিষয় কোড নেই। ফলে ইটিই গ্রাজুয়েটরা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায় না। এমন পরিস্থিতিতে অনিশ্চিত ভবিষ্যতের হাত থেকে শিক্ষার্থীদের বাঁচাতে অতি স্বত্তর ইটিই বিভাগকে ট্রিপল ই বিভাগের রুপান্তরের দাবি জানান শিক্ষার্থীরা। আর শিক্ষার্থীদের এই দাবিকে যৌক্তিক হিসেবে উল্লেখ করে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।