পাবনা মেডিক্যাল কলেজ ছাত্রী ট্রাক চাপায় নিহতের ঘটনার ৫ দফা দাবিতে মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি দান
সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পাবনায় ট্রাক চাপায় মেডিক্যাল কলেজ ছাত্রী নিহত ঘটনার প্রতিবাদে ৫ দফা দাবিতে পাবনা মেডিক্যাল কলেজের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল কর্মসুচি পালন সহ জেলা প্রশাসন বরাবর স্মারক লিপি দিয়েছে।
আজ দুপুরে পাবনা কেন্দ্রীয় বাস বাস টার্মিনাল এলাকায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা জেলা প্রশাসনের কাছে ৫ দফা দাবি সম্বলিত স্মারক লিপি দেয়।
গত ১৩ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৫টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ট্রাকের ধাকায় মোটর সাইকেল আরোহী পাবনা মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী তানিজা হায়দার(২২) নিহত হয়। নিহত তানিজা হায়দার রাজশাহী লক্ষীপুরের সাম্মাক হায়দারের মেয়ে ও পাবনা মেডিক্যাল কলেজের ৯ম ব্যাচের ছাত্রী।
আলোচনা সভায় শির্ক্ষাথীরা অবিলম্বে মহাসড়কে তিন চাকার যান বাহন চলাচলে নিষিদ্ধ আইন প্রয়োগ বাস্তবায়ন সহ ঘাতক ইজিবাইক চালক ও ট্রাক চালককে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় নেওয়ার আহবান জানানো হয়।