পাবনা র্যাব কর্তৃক ইউনিফিল ফার্মাসিউটিক্যাল (ইউনানি) ঔষধ কোম্পানীর ফ্যাক্টরীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ঔষধ ফ্যাক্টরী ও গোডাউন সীলগালা, অবৈধ ঔষধ ধ্বংস, মালিককে জরিমানা ও কারাদন্ড প্রদান।
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
আজ ১৮ ডিসেম্বর ২০১৯ খ্রিঃ তারিখ ১৬.৫০ ঘটিকার সময় র্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পের আভিযানিক দল কৃর্তক ভারপ্রাপ্ত কোম্পানাী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার (সহকারী পুলিশ সুপার) এর নেতৃত্ত্বে জনাব প্রদীপ্ত রায় দীপন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, পাবনার উপস্থিতিতে পাবনা জেলার সদর থানাধীন মালঞ্চি বাজারে অবস্থিত ইউনিফিল ফার্মাসিউটিক্যাল (ইউনানি) ঔষধ কোম্পানীর ফ্যাক্টরি এবং সদর থানাধীন খেয়াঘাট রোড আালিয়া মাদ্রাসা সংলগ্ন সৃষ্টি কোচিং সেন্টোরের উপরের তলা ইউনিফিল ফার্মাসিউটিক্যাল (ইউনানি) ঔষধ কোম্পানীর ঔষধ সংরক্ষনের গোডাউনে মোবাইল কোর্ট পরিচালনা করে মোবাইল কোর্ট আইন ২০০৯ এ ৭(২) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে, ঔষধ আইন ১৯৪০ এর ১৮(ক) অপরাধে ২৭ ধারায় দোষী স্বাবস্থ্য করে ইউনিফেল ফার্মাসিউটিক্যাল (ইউনানি) ঔষধ কোম্পানীর ফ্যাক্টরির মালিক মোঃ শরিফুল ইসলাম (৪২), পিতা- মৃত আক্কাস আলী বিশ্বাস, সাং- পারনলপাড়া, থানা- পাবনা সদর, জেলা- পাবনাকে ০৭ (সাত) দিন বিনাশ্রম কারাদন্ড এবং ২০০০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা অনাদায়ে আরও ০৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। উক্ত ফ্যাক্টরি হতে বিপুল পরিমান অবৈধ ঔষধ ধ্বংস করা হয় এবং ফ্যাক্টরি ও ঔষধ সংরক্ষনের গোডাউন সীলগালা করা হয়।
ধৃত আসামীকে পাবনা সদর কারাগারে প্রেরণ করা হয়েছে।