পারবো না ছাড়তে তোমায় “ফেসবুক”
পারবো না ছাড়তে তোমায় “ফেসবুক”
……………………….রাজু আহমেদ
তরকারিতে লবণ দেয়া বাদ পরেছে,
খেতে বসে মরিচ বেশী ঝাল ধরেছে।
কিছু বলতেই রাঙা বউ রাগ করেছে,
কাজল চোখে রক্তজবা জল ঝরেছে।
ছেড়ে দিব সর্ব কাজের সবটুকু সুখ,
ছাড়ব না আজ হাতে পাওয়া এই ফেসবুক।
নেই কো বাধা দেখি সদা সেই প্রিয় মুখ,
তোমার জন্য আজি আমার চলতে থাকে দুখ।
কেড়ে নিলি কতো মুক্ত মনের মুক্ত হাসি,
তবুও কেনো তোকে এতো ভালবাসি ভালবাসি।
বহু কষ্টে জীবন কাটায় ঐ দেখ আজ বানভাসি,
তবুও তুই যে পাশে থাকিস ওরে ফেবুক সর্বনাশী।
হিসেব করে দেখ সবে নষ্ট করি সময় কত,
দিনের পর দিন যাচ্ছে ঘন্টা যায় শত শত।