দিনাজপুর পুলিশ সুপারের ত্রাণ বিতরণ
ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পুলিশ শুধু আইন শৃঙ্খলা রক্ষায় সীমাবদ্ধ হয়। পুলিশ যে জনগণের বন্ধু তা দূর্যোগকালীন সময়ে জনসাধারণের পাশে দাঁড়িয়ে তাদের সাহস যোগানোর কাজ করে যাচ্ছেন দিনাজপুরের পুলিশ সুপার। তিনি দিনাজপুরের শান্তি শৃঙ্খলা, মাদক-চোরাচালান রোধের সাথে সাথে পুলিশ সুপার বন্যার্তদের ত্রান বিতরণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। আজ ২৪ আগষ্ট বৃহস্পতিবার দিনাজপর জেলার পুলিশ সুপার জনাব মোঃ হামিদুল আলম কোতয়ালী থানার চেহেলগাজী ইউনিয়নের বড়ইল গ্রাম ও বিরোল থানার ১০ নং রানী পুকুর ইউনিয়নের গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বন্যায় দূর্গত এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থ ৫০০ টি পরিবারকে তৈল, চাল, আলু, মুসুর ডাল ও চিড়া ত্রান সামগ্রী হিসেবে প্রদান করেন। পুলিশ সুপার আরো বলেন, বন্যা কবলিত ও ক্ষতিগ্রস্থ মানুষের জন্য ত্রানসামগ্রী অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার (অপরাধ) মোঃ মাহফুজ্জামান আশরাফ, অতিঃ পুলিশ সুপার( অপরাধ) মোঃ মিজানুর রহমান, অত্র এলাকার সম্মানিত ব্যাক্তিবর্গ ।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।