টাঙ্গাইলে বাংলাদেশ মানবাধিকার কমিশন এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে ১০ জানুয়ারী বাংলাদেশ মানবাধিকার কমিশন এর ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে জেলা ও পৌর শাখার উদ্যোগে বুধবার বিকালে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। জেলা শাখার সভাপতি এডভোকেট এম এ ছাত্তার উকিল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাজী তাজ উদ্দিন রিপন এর সঞ্চালনায় ওই অনুষ্ঠানে আঞ্চলিক সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা মীর মিজানুর রহমান, নির্বাহী সভাপতি নাসরিন জাহান খান বিউটি, জেলা শাখা’সহ বিভিন্ন উপজেলা শাখা থেকে আগত মানবাধিকার কর্মীগণ অংশগ্রহন করেন। এরপর বাংলাদেশ মানবাধিকার কমিশন” টাঙ্গাইল পৌর শাখার উদ্যোগে সন্ধ্যা সাতটায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিতি হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন” টাঙ্গাইল পৌর শাখার সভাপতি সাংবাদিক মোঃ রাশেদ খান মেনন (রাসেল) এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সোহানুর রহমান শাহীন এর সঞ্চালনায় ওই অনুষ্ঠানে সুধীজন’সহ পৌর শাখার মানবাধিকার কর্মীগণ উপস্থিত ছিলেন।
কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।