চিরিরবন্দরে আইসিটি শিক্ষক প্রশিক্ষণের সমাপনি

দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের চিরিরবন্দরে দু’দিনব্যাপি মাধ্যমিক শিক্ষকদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণ গত কাল ৬ মে মঙ্গলবার বিকেল ৫ টায় শেষ হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে আমেনা-বাকী স্কুল এন্ড কলেজের আইসিটি ল্যাবে টেকসই উন্নয়নে শিক্ষা ব্যবস্থায় আইসিটির ব্যবহার নিশ্চিতকরণ ও বিষয়ভিত্তিক কনটেন্ট তৈরি উপর প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনজুরুল হক এবং উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারি প্রোগ্রামার অহিদুল ইসলাম, আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, দারুল ফালাহ আলিম মাদরাসা এন্ড বিএম কলেজের অধ্যক্ষ ইউসুফ আলী, চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাহাতাবউদ্দিন সরকার প্রমূখ উপস্থিত
ছিলেন। প্রশিক্ষণে চিরিবন্দর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ২০জন শিক্ষক অংশগ্রহণ করেন এবং প্রশিক্ষন শেষে প্রশিক্ষণার্থীদের ভাতাসহ সনদ প্রদান করা হয়।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!