পাবনায় আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক্র মিডিয়া সাংবাদিকদের মাঝে পাবনায় দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল৯ টা থেকে আঞ্চলিক কৃষি তথ্য সার্ভিসের আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালাক কৃষিববিদ মো. আজাহার আল্লী, আঞ্চলিক কৃষি তথ্য ও যোগাযোগ বিশেষজ্ঞ কৃষিবিদ মোহাম্মাদ খয়ের আলী মোল্লা,সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, প্রেসক্লাবের সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার প্রমুখ। বক্তব্য কালে কৃষিবিদ আজাহার আলী বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে অধিক ফসলও ফলন করছে কৃষক। মোবাইলের মাধ্যমে সকল প্রকার সুযোগ সুবিধা গ্রহণ করছে কৃষক। সাংবাদিকদের লেখনি মাধ্যমে কৃষক দের উদ্বুগ্ধ করার আহবান রেখে বলেন, উন্নয়নশীল রাষ্ট্রে উন্নয়নশীল হতে চাইলে আমাদের কে উন্নয়নশীল রাষ্ট্রের মানুষের মত খাদ্যে পরিবর্তন ঘটাতে হবে। ভাতের চেয়ে সবজি ও ফল মূলে অভ্যাস গড়ে তুলতে হবে। এ সকল প্রকাল প্রিন্ট ও ইলেকট্রনিক্র মিডিয়া সদস্য বৃন্দ’রা উপস্থিত ছিলেন।