বাংলাদেশে কারো প্রভুত্ব মেনে নেয়া হবে না: খালেদা জিয়া
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
বাংলাদেশে কারো প্রভুত্ব মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে অনেকেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায়। উন্নয়ন ও সহযোগিতার নামে প্রভুত্ব করতে চায়। কিন্তু এদেশের ১৬ কোটি মানুষ কারো প্রভুত্ব স্বীকার করে না।’
শুক্রবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর আয়োজন করে।
বিএনপি চেয়ারপারসন বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল ৮ কোটি। এই ৮ কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল। আজকে বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি। কিন্তু এই দেশে গণতন্ত্র নেই। কাজেই এই বিশাল জনগোষ্ঠীকে নিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজনে আবার সংগ্রাম করে হবে।’