বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ টাঙ্গাইল সদর উপজেলা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফি্ল অনুষ্ঠিত।
মোজাম্মেল হক, টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
গত ১০ জুন রবিবার বিকালে টাঙ্গাইল বড়কালিবাড়ী গ্রীন ভিলেজ রেস্টুরেন্টে ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে সহকারী শিক্ষকের ভূমিকা’ শীর্ষক আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ টাঙ্গাইল সদর উপজেলা শাখা আয়োজিত আলোচনা ও ইফতার মাহ্ফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলহাজ্ব মোঃ খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলী আহসান, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ, টাঙ্গাইল জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ আল মামুন খান, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, দেলদুয়ার উপজেলা শাখার সভাপতি মোঃ আমির হামজা প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লিজু বাউলা, সদস্য মোঃ শফিকুল ইসলাম, টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি মোঃ আঃ জলিল, সদর উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ মাকছুদ আলী খান, মোঃ ঈমান আলী, দেলদুয়ার উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ আল মামুন, সদর উপজেলা শাখার যুগ্ম সাঃ সম্পাদক মোঃ আঃ আলীম, মোঃ রাশেদুজ্জামান খান, সাংগঠনিক সম্পাদক খন্দকার জামিল আহমেদ, জেলার সিনিয়র সহকারী শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম, শ্যামল চক্রবর্তী, ইভা আক্তারসহ, সালমিন আক্তার, আজাদ মিয়া, মোঃ রিপন ও অন্যান্য নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার খান মুন্নির সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ টাঙ্গাইল সদর উপজেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম।