বাল্য বিবাহ রোধে মোবাইল ফোন
সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে বর-কনের বয়স যাচাই বিষয়ক দিনব্যপী এক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় অংশগ্রহণকারীগণ বাল্য বিয়ে প্রতিরোধে সর্বাতক প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ,জে,এম এরশাদ আহসান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুজবুর রহমান, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের রংপুর ডিভিশনালের আইসিটি বিশেষজ্ঞ প্রশান্ত কুমার সন্ন্যাসী, এসএমএস প্রকল্পের ব্যবস্থাপক রহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক তাহমিন হক ববী, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কমিনিউকেশন কো-অডিনেটর আসাদুজ্জামান রাশেল প্রমুখ।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।