দিনাজপুরে বেস: শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন দাবী আদায়ে কর্মসূচী।।
দিনাজপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
গতকাল ২৬ এপ্রিল বুধবার বেলা ১১টায় দিনাজপুরে বেসরকারী শিক্ষক- কর্মচারীদের বিভিন্ন দাবীতে এক প্রতীক অনশন কর্মসূচী পালন করা হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বেসরকারী শিক্ষক-কর্মচারীদের ৫ ভাগ বার্ষিক ইনক্রিমেনট, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ী ভাড়া প্রদানসহ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে তারা এই কর্মসূচী পালন করে।
অনশন চলাকালে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি মো. আহসানুল হক মুকুলসহ অন্যান্য শিক্ষক নেতারা।
তারা বলেন, একই দেশে বাস করে শুধুৃমাত্র বেসরকারী বলে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। শিক্ষক নেতারা এও বলেন, বাংলাদেশের শিক্ষা বিস্তারে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য।
শিক্ষক নেতারা আজকের এই অনশন কর্মসূচীর দ্বারা বেসরকারী শিক্ষক-কর্মচারীদের অবিলম্বে তাদের ন্যায্য দাবী পূরণের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। নইলে এর পর জোরালো আন্দোল গড়ে তোলা হবে।