টাঙ্গাইলে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)’র উদ্যোগে মানববন্ধন
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
আজ ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ৬ বছর। বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে রানা প্লাজা ট্রাজেডির ৬ বছর পূর্তিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। টাঙ্গাইল চীফ জুডিসিয়াল ম্যাজিষ্টেট আদালত প্রাঙ্গনে ২৪ এপ্রিল সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিট পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট আব্দুল বাকী মিয়া, উপদেষ্টা কমিটির সদস্য টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট আতাউর রহমান আজাদ, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিটের সমন্বয়কারী এডভোকেট খ.আমিনা রহমান, স্টাফ ল’ইযার অ্যাডভোকেট খাদিজা আক্তার, এডমিন অফিসার মোঃ রাশেদ খান মেনন (রাসেল), ব্লাস্টের প্যানেল আইনজীবী, অন্যান্য স্টাফগণ। তারা কর্মক্ষেত্রে দূর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরন, আহত শ্রমিকদের দীর্ঘমেয়াদী চিকিৎসা ও স্থায়ী পূনর্বাসন দাবীতে বক্তব্য রাখেন। ২৪ এপ্রিল ২০১৯ রানা প্লাজা ধ্বসের ছয় বছর পূর্তিতে ব্লাস্ট দায়ী ব্যক্তিদের দ্রুত বিচার দাবী করছে। একইসাথে আন্তর্জাতিক মানদন্ড ও উচ্চ আদালতের নজির অনুযায়ী ক্ষতিপূরণ সংক্রান্ত যুগোপযোগী বিধান অর্ন্তভুক্ত করে শ্রম আইন সংশোধন, নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিতকরন এবং ক্ষতিগ্রস্থ শ্রমিক ও তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দ্রুত প্রদান এবং পুনর্বাসনের দাবী জানাচ্ছে।