ভুঁড়িওয়ালা পুলিশ চলবে না, শারীরিকভাবে ফিট না হলে হারাতে পারে চাকরিও!
আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পুলিশের চাকরি করেন। অথচ শারীরিকভাবে ফিট নন। এমন পুলিশকর্মীদের থানার কোনও গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা যাবে না। পুলিশের উচ্চপদস্থ অফিসারদের সঙ্গে বৈঠকে সাফ জানিয়ে দিলেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর কথায়, মোটা ও ভুঁড়িওয়ালা পুলিশকর্মীদের আগে ফিট হতে হবে। তারপর থানার দায়িত্ব পাবেন তারা।
সম্প্রতি রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের একাংশের বিরুদ্ধে ঢিলেমির অভিযোগ উঠছে। সেই সুযোগে আবার মাথাচাড়া দিয়ে উঠছে অপরাধীরা। বাড়তে অপরাধের ঘটনা। এমন পরিস্থিতিতে রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখতে রিভিউ মিটিংয়ের ডাক দেন মুখ্যমন্ত্রী। রবিবার গভীর রাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন যোগী আদিত্যনাথ।
সূত্রের খবর, সেখানে শারীরিকভাবে আনফিট এমন পুলিশকর্মীদের ভর্ত্সনা করেন তিনি। সিনিয়র অফিসারদের জানিয়ে দেন, দায়িত্বে অবহেলা তিনি কোনওমতেই বরদাস্ত করবেন না। সেই সব পুলিশকর্মীরা এখনই না শুধরালে পরে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেন। বৈঠকে যোগী বলেন, ”শুধরে যান, নইলে আমি শুধরিয়ে দেব।”
এই রিভিউ বৈঠকে ট্রাফিক পুলিশের কাজকর্ম নিয়ে উষ্মা প্রকাশ করেন যোগী। ট্রাফিকের অতিরিক্ত ডাইরেক্টর জেনারেল এম কে বাসালের হাতে বদলির চিঠি ধরানো হয়। গোরক্ষপুরের ট্রাফিকের সার্কেল অফিসার সন্তোষ সিংকে বাধ্যতামূলক অবসর নিতে বলেন।
এই অফিসারের বিরুদ্ধে গাড়ির চালকদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি গাজিয়াবাদ, নয়ডা, সীতাপুর, রামপুর, বৈরিলি ও এলাহাবাদে বাড়তে থাকা অপরাধের গ্রাফ কমিয়ে আনার নির্দেশ দেন। সেই সঙ্গে দ্রুত অভিযোগের তদন্ত শেষ করার নির্দেশও দেন যোগী।