ভূপেন্দ্র নাথ রায় এর কবিতা-‘ভুল’
‘ভুল’
——ভূপেন্দ্র নাথ রায়
হে শান্ত -নম্র কবি,
বনের পাখির মতো গান করা –
নিতান্তই তোমার ভুল ;
সবাইকে আপন করে,
সর্বস্ব দিয়ে ভালোবেসে-
হারাও তোমার কূল।।
কখনো যাচিয়ে দেখোনা,
তোমার সুক্ষ্ণ বিচার দিয়ে-
কে আসল, কে নকল;
অস্থির আবেগের বশে,
বসাও তোমার সিংহাসনে-
এ তোমার নিতান্তই ভুল।।