ভোটের দিন পরিবারের সবাই ভোটকেন্দ্রে এসে নৌকায় ভোট দিন -পররাষ্ট্রমন্ত্রী
ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ভোটের দিন সকাল সকাল পরিবারের সকল সদস্যদের নিয়ে ভোটকেন্দ্রে আসবেন। কেউ ভোট না দিয়ে বাড়িতে বসে থাকবেন না। যত দ্রুত সম্ভব নিজের ভোট নিজে দিয়ে অন্যদের ভোট দানে উদ্বৃত্ত করবেন। আগামী ৩০ ডিসেম্বর ভোটের দিন সকাল সকাল ভোটকেন্দ্রে এসে নৌকায় ভোট দিন।
গতকাল শনিবার সকালে আলোকঝাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে নৌকা মার্কার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বিএনপি গত ১০ বছরে কিছু করতে পারে নি আর আগামীতে কিছু করতে পারবে না। উন্নয়ন তো করে আওয়ামী লীগ। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় নিয়ে আসবেন।
এ সময় আলোকঝাড়ি ইউনিয়ন আ’লীগের আহবায়ক মোকছেদুল গণি রাব্বু শাহ্ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ সহিদুজ্জামান শাহ্, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাড শামসুর রহমান পারভেজ, আলোকঝাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেন্দ্রনাথ রায়, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেজাউল করিম প্রমুখ।
এছাড়াও নৌকা মার্কার বিজয় নিশ্চিতের লক্ষ্যে শুক্রবার বিকেলে পাকেরহাট গ্রোয়ার্স মার্কেটে উপজেলা ছাত্রলীগের উদ্দ্যোগে বিশাল ছাত্র সমাবেশে উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ঘোষিত দিনাজপুর-৪ আসনের নির্বাচনী সমন্বয় কমিটির পুতুল রায়, রকিবুল ইসলাম ঐতিহ্য, সহিদুল্লাহ সহিদ, পার্থ সারথি রায়, মুজিবুর রহমান মুন্না, দিনাজপুর জেলা ছাত্রলীগের সভাপতি তানভির ইসলাম রাহুল, সাধারণ সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনান প্রমুখ। রাতে আঙ্গারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে পাকেরহাট মন্ডল পাড়া, ফুলশাহ পাড়া এলাকার সাধারন মানুষদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।