মধুপুরে পল্লী চিকিৎসকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় কর্মশালা
মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
জাতীয় শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল সদস্যগণের রূহের মাগফিরাত কামনায় ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম’ প্রতিপাদ্যে তৃণমূল জনগোষ্ঠির স্বাস্থ্য পরিচর্চায় পল্লী চিকিৎসকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আইডিয়াল ভিলেজ ডাক্তার ফাউন্ডেশনের আয়োজন ও প্রদীপ শিখা হেলথ এন্ড এন্টি ড্রাগ ফাউন্ডেশনের বাস্তবায়নে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শতাধিক পল্লী চিকিৎসকদের নিয়ে গতকাল দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রান ডেভলোপমেন্ট সোসাইটি’র উপদেষ্টা কমিটির ভাইস প্রেসিডেন্ট ও দি ধনবাড়ী সেন্ট্রাল কো-অপারেটিভ মালটিপারপাস সোসাইটি’র সভাপতি বিশিষ্ট সমাজ সেবক খন্দকার মোস্তাফিজুল ইসলাম জীবন এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ছরোয়ার আলম খাঁন আবু।
রান ডেভেলোপম্যান্ট সোসাইটি’র সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত কর্মশালায় মো. কাজিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রান ডেভলোপমেন্ট সোসাইটি’র ভাইস চেয়ারম্যান মিথুন কুমার রায়, মহাসচিব গাওছুল আজম শিমু, এক্সিকিউটিভ ডিরেক্টর ইলিয়াস রাজ, ডাইরেক্টর ফিনান্স ও রান সিকিউরিটি সার্ভিসেস লিঃ এর ম্যানেজিং ডাইরেক্টর মো. রেজাউল করিম, এন্টি ড্রাগ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী রেজা, ধনবাড়ীর যদুনাথপুর ইউপি চেয়ারম্যান মীর ফিরোজ আহমেদ, আইডিয়াল ভিলেজ ডাক্তার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আকতারুজ্জামান ও মধুপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান প্রমূখ।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।