ওয়াক্তিয়া মসজিদে আগুন, আটক ৬

এস কে রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের শোভানগঞ্জে জমি দিয়ে বিরোধের জের ধরে ওয়াক্তিয়া মসজিদে আগুন দিয়েছে প্রতিপক্ষ।

 মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনায় ৬জন আটক করা হয়েছে।
 শোভানগঞ্জ বালাপাড়া গ্রামের  আফছার আলীর পুত্র জবাইদুল ইসলামে সাথে শোভানগঞ্জ পশ্চিমপাড়া ওয়াক্তিয়া মসজিদ কমিটির দীঘদিন দ্বন্দ চলে আসছিল। মঙ্গলবার উক্ত মসজিদের জমি দিয়ে দ্বন্দ বাধলে জবায়দুল ইসলামের লোকজন ওয়াক্তিয়া মসজিদটিতে আগুন দিয়ে পুড়ে দেয়।
আটককৃতরা হলেন খগাখড়িবাড়ী
ইউনিয়নের দোহলপাড়া গ্রামের মৃত এজাহার উদ্দিনের পুত্র মোবারক হোসেন (৪৫), মৃত দবির উদ্দিনের পুত্র বেলাল উদ্দিন (২৫) ও আল আমিন (২২),  আব্দুল মোতালেবের পুত্র মোকলেছার রহমান (৪০), আব্দুল সাত্তারের পুত্র রাব্বানী (২২) ও রফিকুল ইসলামের পুত্র এরশাদ হোসেন (২২)।
বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধের জের ওয়াক্তিয়া মসজিদে আগুন দেয়া হয়েছে।
 মসজিদ কমিটির সভাপতি মিজানুর রহমান  বলেন, স্থানীয়দের উদ্যোগে ওয়াক্তিয়া মসজিদ ঘরটি নির্মান করা হলেও জবায়দুল ইসলামে ২হাত জায়গা মসজিদে ঢুকে  কিন্তু জবায়দুল ইসলামকে ১ শতাংশ জমি দেওয়া হয় তবুও জমিটি দখল করতে গেলে সংঘর্ষ বাধলে তার পরিবারের লোকজন মসজিদ ঘরটিতে আগুন দিয়ে পুড়ে দেয়।

ডিমলা থানার ওসি (তদন্ত) মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
৬ জনকে আটক করা হয়েছে।


  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!