মাদকাসক্তদের বিনামূল্যে চিকিৎসা প্রদানে করণীয় শীর্ষক আলোচনা
মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ময়মনসিংহে দরিদ্র ও ভাসমান মাদকাসক্তদের বিনামূল্যে চিকিৎসা প্রদানে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এডরিস্, সরকার অনুমোদিত প্রতিষ্ঠান সমুহের আয়োজনে বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
পুনর্বাসন কেন্দ্র সমিতি (এডরিস্) এর সভাপতি মো. আরিফ সিদ্দিকী সুমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান। অনিকা ইয়াসমিনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. মো. আক্কাছ উদ্দিন ভূঁঞা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু, প্রেসক্লাব সম্পাদক শেখ মহিউদ্দিন আহাম্মদ, পুনর্বাসন কেন্দ্র সমিতির উপদেষ্টা ডা. মাহফুজুল আলম লিটন, কাউন্সিলর ও সাইকোথেরাপিস্ট মোহাম্মদ আশরাফুল আলম প্রমূখ।