এম এস ইসলাম আকাশ এর কবিতা-মামুলি মানব
মামুলি মানব
এম এস ইসলাম আকাশ
নিজের সব ব্যর্থতা লুকিয়ে রেখে
লিখে যাই তাহাদের সাফল্য কথা,
নিজের কষ্ট নিজের কাছে রেখে
তুলে আনি তাহাদের মহত্ত্বতা।
আমি তো মহামানব নই মামুলি মানব
তাহাদের মহাত্ত্বতা কিভাবে করিব অনুভব,
আমি তো কবি নই তবু লিখিতে যাই কাব্যমালা
ব্যর্থতা আমার মনিহার তবুও জুড়াই অন্তজ্বালা।
তাহারা সবে মানি গুণিজন সমাজ সংসারে
আমি তো মামুলি মানব কি লুকাব এ অন্তরে,
লিখিব আমি বরিত হবে তারা প্রসংশা বানে
আমি কষ্টেও হাসিব অম্লান হাসি নিতান্ত আনমনে।
আমি শিল্পী নই তবুও একে যাব আল্পনা
তাহাদের ঘরে সৌন্দুর্যের নান্দনিক বন্ধনা,
আমি গায়ক নই, নেই আমার সাধনা
তবুও আমি গেয়ে যাই গান লুকিয়ে অসীম যন্ত্রণা।
তুমি যতই নিজেকে পোড়াও যতই ভাব তুল্য
তবুও তাহারা দিবেনা তোমায় কানাকড়ি মূল্য,
তাহারা তাহাদের মত নিতান্তই অন্তঃসার
তাহারা অন্যের অর্জন নিয়ে বরিত হয় বারংবার।