মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক মফিজুল ইসলাম সানার নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বৃহস্পতিবার সকালে উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে খুলনা-সাতক্ষীরা সড়কে এক বিশাল মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। উপজেলা শ্রমিক লীগের আহবায়ক শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্যদেন আ’লীগ নেতা এ্যাড রবীন্দ্র নাথ মন্ডল, কাজী নুরুল ইসলাম, প্রভাষক গোবিন্দ ঘোষ, মেহেদী হাসান বিপ্লব, গোপাল চন্দ্র দে, মেহেদী হাসান রাজা, সম আব্দুস সালাম প্রমুখ। সভায় বক্তারা বলেন, গত ৩১ জানুয়ারী তারিখে কৈয়া বাজার কমিটির সভাপতি-সম্পাদকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় কতিপয় কুচক্রীদের ইন্দনে ষড়যন্ত্রভাবে শ্রমিক নেতা মফিজুল সানাকে আসামী করা হয়েছে। আ’লীগ দলের ভাবমুর্ত্তি খুন্ন করতে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালানো হচ্ছে। অবিলম্বে ওই মামলা হতে শ্রমিক নেতা মফিজুল সানাকে অব্যহতি দিয়ে ঘাতকদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানানো হয় মানববন্ধনে। উল্লেখ্য, কৈয়া বাজার কমিটির নব-নির্বাচিত সভাপতি শরিফুল ইসলাম মিঠু ও সম্পাদক বিকাশ দে কে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা ঘটনার রাতে নৃশংসভাবে কুপিয়ে জখম করে। এ ঘটনায় সম্পাদকের স্ত্রী সোমা দে বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ আরো ৭/৮জনকে অজ্ঞাত করে এক হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় শ্রমিক নেতা মফিজুল ইসলাম সানাকে ২ নম্বর আসামী করা হয়েছে।