মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের চক্রান্তের প্রতিবাদে টাঙ্গাইলে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
কোঠা সংস্কারের নামে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী চক্রান্তকারীদের দেশব্যাপী তান্ডব, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের কটুক্তির প্রতিবাদে টাঙ্গাইলে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মুক্তিযোদ্ধা ঐক্যমঞ্চ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দ।
টাঙ্গাইল স্থানীয় শহীদ মিানার প্রাঙ্গনে আজ ১৯ এপ্রিল বৃহস্পতিবার প্রায় ১ঘন্টাব্যাপী মানব বন্ধন কর্মসুচি পালন করেছে তারা। মানব বন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এসময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারগণ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইলের নেতৃবৃন্দ’সহ বীরমুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। এসময় তারা কোঠা সংস্কারের নামে মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী চক্রান্তকারীদের কটুক্তির তীব্র প্রতিবাদ জানান। সেইসাথে দেশের সকল রাজাকারদের সম্পদ বাজেয়াপ্তসহ রাজাকারদের সন্তানদের চাকুরীচ্যুত করার দাবী জানান। অন্যথায় আগামীতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।