মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলা: এমপি রানার উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ
আইন-আদালত ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিয়ার আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।
এর আগে বেলা ১১টার দিকে এমপি আমানুর রহমান খান রানাকে আদালতে হাজির করা হয়। পরে সাক্ষ্যগ্রহণ ও বাদী নাহার আহমদকে জেরা শুরু হয়। এদিন বিচারক মামলার বাদী নাহার আহমদের আংশিক জেরা সমাপ্ত করেন এবং আগামী ১৮ এপ্রিল মামলার পরবর্তী দিন ধার্য করেন।
আদালত সূত্রে জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি থেকে চাঞ্চল্যকর এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘ ২২ মাস পলাতক থাকার পর এমপি রানা গত ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর এই আদালতেই আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার-১ আছেন। বেশ কয়েক দফা উচ্চ আদালত ও নিন্ম আদালতে আবেদন করেও জামিন পাননি তিনি।