ঘাটাইলে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির প্রেস বিজ্ঞপ্তি
এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ও মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম চলছে। সুষ্ঠু ও সুন্দর ভাবে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম নিয়ে প্রস রিলিজ করেছে ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি আসাদুজ্জামান আরজু। তার স্বাক্ষরিত লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির কার্যক্রম অত্যন্ত সুষ্ঠ, সুন্দর ও দায়িত্বশীল বীর মুক্তিযোদ্ধাগনের উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে। এ পবিত্র কার্যক্রমে সংশ্লিষ্ট সকল নিয়মকানুন ও বিধি প্রতিপালন করা হচ্ছে। এক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি, বা স্বজনপ্রীতির প্রশ্নই আসেনা। যাচাই বাছাই এ কতজন অন্তর্ভুক্ত হবে তা প্রক্রিয়া শেষ না হওয়ায় এখনো চুরান্ত হয়নি। যাচাই বাছাই কাজে কে অন্তর্ভুক্ত হবে, কে বাতিল হবে তা বিধি, ডকুমেন্ট, সহমুক্তিযোদ্ধা ও আবেদন কারীর সাক্ষ্যে প্রমানীত হবে। কাজেই এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে গুজব ও দায়িত্বহীন মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন। যাতে মুক্তিযোদ্ধা যাচাই বাছায় কার্যক্রমে কোনো প্রকার প্রভাব না পড়ে।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।