মোংলায় অগ্নিকান্ডে সাংবাদিকের বাড়ি পুড়ে ছাই
মোঃ হাফিজুর রহমান, বাগেরহাট প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
যশোর থেকে প্রকাশিত দৈনিক স্পন্দন পত্রিকার মোংলা প্রতিনিধি ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এরশাদ হোসেন রনির বসত ঘরে আগুন লেগে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
সোমবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে সাবেক ডক শ্রমিক হাসপাতালের পাশে অবস্থিত তার বসত ঘরে বিদ্যুতের শর্টসার্কিটে আগুন লেগে মুহুর্তের মধ্যে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
সাংবাদিক এরশাদ হোসেন রনি প্রায় এক বছর পুর্বে তার মাকে হারায়। এছাড়া তিনি একটি দুরারোগ্য রোগে ভুগছেন। সোমবার সকালে রনি তার বাবাকে সাথে নিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনায় অবস্থান করছিলেন।
বিকাল সাড়ে ৫টার দিকে বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যমে রনির বসত ঘরে আগুন লাগে। এসময় এলাকাবাসী ছুটে আসলে আগুন নেভাতে ব্যর্থ হয়। মুহুর্তের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা তার মৃত মায়ের স্মৃতিসহ রনি ও তার কলেজ পড়ুয়া ছোট ভাইয়ের বই, স্কুল কলেজের সকল সার্টিফিকে এবং তাদের মুল্যবান আসবাব পত্রাদি পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় আধ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় রনির বাবা মোঃ ইউনুস আলী।