রংপুরের লজ্জা, বড় জয় কুমিল্লার
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ১১তম ম্যাচে টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠান ভিক্টোরিয়ান্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আর ব্যাট হাতে শুরুতেই ধাক্কা খায় পয়েন্ট তালিকার শীর্ষ দল রংপুর রাইডার্স। দলীয় ১৮ রানে খোয়ায় তারা তিন উইকেট। লেন্ডল সিমন্স ৩, সৌম্য সরকার ৫ ও জহুরুল ইসলাম সাজঘরে ফেরেন ব্যক্তিগত ৪ রানে। কুমিল্লার হয়ে নিজের প্রথম ওভারের শেষ দুই বলে দুই উইকেট নেন লঙ্কান পেসার নুয়ান কুলাসেকারা। এতে ৫ ওভার শেষে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ১৮/৩। ইনিংসের শেষ পর্যন্ত দায়িত্ব নিতে পারেননি রংপুরের কোন ব্যাটসম্যানই। ইনিংসের এক বল বাকি রেখে ৮২ রানে গুঁড়িয়ে যায় রংপুর রাইডার্স। ব্যক্তিগত এক অঙ্কের রানে সাজঘরে ফেরেন রাইডার্সের ৯ জন ব্যাটসম্যান। সর্বোচ্চ ২৮ রান করেন ওয়ানডাউন ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন। রাইডার্সের ১০ নম্বর ব্যাটসম্যান সাকলাইন সজীব করেন দলের দ্বিতীয় সর্বোচ্চ ১১ রান। ৪ ওভারের স্পেলে মাত্র ১২ রানে চার উইকেট নেন কুলাসেকেরা। সিলেট স্পারস্টারসের বল হাতে দুই ম্যাচে কুলাসেকেরার শিকার ৭ উইকেট। গতকাল স্বদেশী পেসার আবু হায়দার নেন দুই উইকেট। জবাবে ব্যাট হাতে নির্বিঘ্নেই টার্গেট পার করেন ভিক্টোরিয়ানরা। ইনিংসের ষষ্ঠ ওভারে দলীয় ২৯ রানে উইকেট দেন ভিক্টোরিয়ান্স ওপেনার মাহমুদুল হাসান। তবে দ্বিতীয় উইকেটে ওপেনার ইমরুল কায়েস ও ক্যারিবীয় ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস গড়েন অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটি। পাঁচ ম্যাচে রংপুর রাইডার্সের এটি দ্বিতীয় হার। আর চার ম্যাচে তৃতীয় জয় পেলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ব্যাটিংদুরূপিচে গতকাল ম্যাচ শেষে ৪২ রানে অপরাজিত থাকেন কুমিল্লার ক্যারিবীয় তারকা মারলন স্যামুয়েলস। ২৪ বলের মারকুটে ইনিংসে স্যামুয়েলস হাঁকান ৮টি বাউন্ডারি ও একটি ছক্কা। এতে ম্যাচসেরা পুরস্কারও ওঠে স্যামুয়েলসের হাতে। চলতি আসরে ব্যক্তিগত সর্বোচ্চ ৬৯* রানের ইনিংসটি স্যামুয়েলসেরই। গতকাল ধৈর্যশীল ব্যাটিং দেখান ভিক্টোরিয়ান্সের জাতীয় তারকা ইমরুল কায়েসও। ২৯ বলের ইনিংসে ২৪ রানে অপরাজিত ইমরুল কায়েস ব্যাট হাতে হাঁকান দুই বাউন্ডারি ও একটি ছক্কা।
সংক্ষিপ্ত স্কোর
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্স
টস: কুমিল্লা, ফিল্ডিং
রংপুর রাইডার্স: ২০ ওভার; ৮২ (সিমন্স ৩, সৌম্য ৫, মিথুন ২৮, জহুরুল ৪, মিসবা-উল-হক ৬, আল আমিন ০, থিসারা ৯, সচিত্রা সেনানায়েকে ৯, আরাফাত সানি ২, সাকলাইন সজীব ১১, আবু জায়েদ ০, কুলাসেকেরা ৪/১২, আবু হায়দার ২/১৫, আসহার জায়েদি ১/১৩, সুনীল নারাইন ১/১৬।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১১.৫ ওভার; ৮৪/১ (ইমরুল ২৪*, মাহমুদুল হাসান ১১, স্যামুয়েলস ৪২*, আরাফাত ১/১৩)।
ফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৯ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: মারলন স্যামুয়েলস (কুমিল্লা)।