এম এস ইসলাম আকাশ এর ছড়া-লবডঙ্কা
লবডঙ্কা
……….. এম এস ইসলাম আকাশ
বাঁশের চেয়ে কঞ্চি বড়
আমি তাই জড়সড়,
কাজের বেলা লবডঙ্কা
মনে তাই নানা শঙ্কা।
আমি ভাই আমার মত
লিখে যাই অবিরত,
যা আসে মনের মাঝে
লিখে যাই কাগজের ভাজে।
কারো কাছে প্রয়োজনীয়
কারো কাছে ছাইপাশ,
কেউ দেয় ধুয়ো ধ্বনি
কেউ বলে সাবাস।
কারো কাছে ভালো
কারো কাছে মন্দ,
সবার চোখে জ্ঞানের দ্যুতি
আমি ভাই অন্ধ।
বার হাত কাকরের
তের হাত বীচি,
সবাই খুঁব বুদ্ধিমান
আমি খুব কঁচি।
আমার ভান্ডার সীমিত
আমি খুব নগন্য মানব,
আমার ভাই দেউলিয়া
হাঁড়ে হাঁড়ে করছি অনুভব।