প্রিয় টাঙ্গাইল জেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ

 

বিভাস কৃষ্ণ চৌধুরী, টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সামাজিক সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয় টাঙ্গাইল জেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুবিধা বঞ্চিত শতাধিক শিশুর মাঝে শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে। টাঙ্গাইল ভাসানী হল সংলগ্ন শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ে ৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জনবান্ধব জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন (যুগ্ম সচিব)। প্রিয় টাঙ্গাইল জেলা সংগঠনের সভাপতি নাগরপুর জনতা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মিনজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা পরিষদের সদস্য মীর শামীমুল আলম, জে.সাহা.জয়, কাজী আওলাদুজ্জামান আদর, বাংলাদেশ শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রীয় কমিটির সভাপতি ও টাঙ্গাইল লায়ন্স ক্লাবের সাধারন সম্পাদক সায়মা খন্দকার, শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহান আরা বেগম, বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল পৌর শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল), প্রিয় টাঙ্গাইল জেলা সংগঠনের সহ-সভাপতি চাঁদ সুলতানা, মোঃ আল আমিন খান, সংগঠনের ক্রিড়া সম্পাদক মোঃ আরিফ খান, অর্থ বিষয়ক সম্পাদক হেলালুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক সজীব আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিজয় রশিদ, শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ মহব্বত হোসেন খান, সহকারী শিক্ষক নিলুফার, পান্না বেগম, হাসনা খাতুন ’সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের সহ-সভাপতি মোঃ রাশেদ খান মেনন সংগঠনটির বিগত দুইবছরের সামাজিক বিভিন্ন কর্মকান্ডে তাদের অংশগ্রহনের কথা তুলে ধরেন। পরে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রধান অতিথির জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়। এসময় জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন কোমলমতী শিক্ষার্থীদের মাঝে কেক বিতরণ করেন। এর পর শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলমসহ অন্যান্য শিক্ষা উপকরন বিতরণ করা হয়।

bivash_tan_news1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!