টাঙ্গাইল জেলা শেখ রাসেল পরিষদের কমিটি অনুমোদন
মারুফ রহমান, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ দিকনির্দেশনায় পরিচালিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের নামে প্রতিষ্ঠিত সংগঠন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ টাঙ্গাইল জেলা শাখার কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
গত ৩১ জুলাই কেন্দ্রীয় সাংগঠনিক সচিব কে.এম শহিদ উল্ল্যা স্বাক্ষরিত কমিটি তে জাফর আলী খান কে সভাপতি এবং সাজিদ খান কে সাধারন সম্পাদক হিসেবে আগামী তিন মাসের জন্য কমিটি অনুমোদন এবং এর মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা দিয়ে গতকাল কমিটি প্রকাশ করা হয়।
কমিটি গঠনের ব্যাপারে নবগঠিত কমিটির সাধারন সম্পাদক সাজিদ খান বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভিশন বাস্তবায়নের লক্ষ্যে আমরা টাঙ্গাইলের প্রতিটি উপজেলা, স্কুল-কলেজ গুলোতে কমিটি গঠন করার মাধ্যমে নেতৃত্ব তৈরি করব এবং জাতির পিতা বঙ্গবন্ধুর দর্শন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরব এবং সকলের সহযোগীতায় শিশু কিশোরদের অধিকার ও শিশু নির্যাতন রোধে কাজ করব।’
উল্লেখ্য যে, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ১৯৮৯ সালে প্রতিষ্ঠার পর হতে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রকিবুর রহমান, মহাসচিব মাহমুদ-উস সামাদ চৌধুরী এম.পি ও সাংগঠনিক সচিব কে.এম শহিদ উল্ল্যার নেতৃত্বে শেখ রাসেল সহ জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকারীদের বিচারের দাবীতে, শিশু কিশোরদের অধিকার আদায়ে এবং দেশের বিভিন্ন ক্রান্তিকালে অবদান রেখে চলেছে।
প্রতিবছর ১৮ই অক্টোবর শেখ রাসেল পরিষদ আয়োজিত অনুষ্ঠানে শেখ রাসেলের বড় বোন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উপস্থিত থেকে সংগঠক ও শিশু কিশোরদের উৎসাহ প্রদান করে থাকেন।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।