ডোমারে শেখ রাসেল স্টেডিয়াম
সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
জেলার ডোমারে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে।
নব-নির্মিত স্টেডিয়াম পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) নারায়ন চন্দ্র দেব।
গতকাল দুপুরে ডোমার উপজেলা পরিষদ মাঠে নব-নির্মিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মান কাজের পরিদর্শন করেন তিনি।
এ সময় তার সাথে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সাবিহা সুলতানা, সাধারণ সম্পাদক সফিয়ার রহমান রতন, সদস্য ডেইজী নাসনীন মাশরাফি নীনা, অধ্যক্ষ মেহেদী হাসান মুক্তি, হুমায়ুন কবির, উপজেলা প্রকৌশলী ওবায়দুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জিয়াবুল আলম, পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ প্রমূখ।
প্রসঙ্গত, স্টেডিয়ামটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪০লক্ষ টাকা।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।