শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই বাংলাদেশের গণতন্ত্র রক্ষা পায় : ত্রাণমন্ত্রী

সৈয়দ মেহেদী হাসান, শরীয়তপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই বাংলাদেশের গণতন্ত্র রক্ষা পাবে, দেশের উন্নয়ন হবে।
আজ মঙ্গলবার শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্রি মাধ্যমিক উচ্চবিদ্যালয়ে বন্যা আশ্রয় কেন্দ্র-কাম- একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মন্ত্রী আগমন উপলক্ষে দুই উপজেলায় ই সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। কুচাইপট্টি ইউনিয়নে ৮০০ঘরে বিদ্যুৎ দেওয়া হয়।
অন্য দিকে ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা মাদ্রাসা বাজার মাঠে বিকেল সাড়ে তিনটায় শরীয়তপুর-৩ আসনের এমপি নাহিম রাজ্জাক।
পূর্ব ডামুড্যা ইউনিয়নে ১৯০ ঘরে মধ্যে বিদ্যুৎ উদ্বোধন করা হয়।
মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ কাজ পাবে, গ্রামীণ অর্থনীতি চাঙ্গা থাকবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে আবারও ক্ষমতায় আনতে হবে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে সরকার নয় আদালত শাস্তি দিয়েছে। তার আগামী নির্বাচন করতে পারা না পারা আদালতের এখতিয়ার।
এ সময় বক্তব্য রাখেন, বরিশাল-৪ আসনের সাংসদ ও স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, জেলা আ.লীগ সাধারণ সম্পাদক বাবু অনল দে, গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নাসির উদ্দিন, ডামুড্যা উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, হিজলা উপজেলা চেয়ারম্যান তারিকুল ইসলাম মিঠু।
এসময় আরো উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ রিয়াজ আহমদ, শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার এহসান শাহ, গোসাইরহাট সার্কেলের এএসপি থান্দার খাইরুল হাসান, গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন শিবলী, ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার রোজি আকতার প্রমুখ।
গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের কুচাইপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণে ব্যয় হয় ৮৮,৮৭,৫২৩/=। এবং ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চরনারায়ণপুর বাজার মাদ্রাসা বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণে ব্যয় হয় ৮৭,৫৬,১৬৪/=।
Capture2

কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!