শ্রমিক হত্যার-হামলার চরম মাশুল দিতে হবে: মোমিন মেহেদী
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, পবিত্র রমজান মাসে অধিকার না দিয়ে উল্টো শ্রমিক হত্যার-হামলার চরম মাশুল দিতে হবে। বাংলাদেশের মানুষ সবসময় শান্তি চেয়েছে, বিনিময়ে যখন যে সরকার ক্ষমতায় এসেছে ছাত্র-যুব-জনতার অধিকার কেড়ে নিয়ে অশান্তি তৈরি করেছে; যা লজ্জাজনক অধ্যায় হিসেবে বিশ্ব ইতিহাসে লিপিবদ্ধ হচ্ছে।
৩৩ তোপখানা রোডস্থ চেয়ারম্যান-এর কার্যালয়ে ১১ মে বিকেলে ‘ঈদ উপহার প্রদানে নতুনধারা’ শীর্ষক কর্মসূচীতে তিনি উপরোক্ত কথা বলেন। নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূরুল আলম চৌধুরী, রাবেয়া আক্তার, ডা. জোবায়দা শাম্মি (এমবিবিএস) প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, নিরন্ন মানুষের সংখ্যা প্রতিদিন বাড়ছে, আর সরকার তাদের খাবারের ব্যবস্থা না করে নাটকিয় লকডাউন নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। পরিকল্পিত সিদ্ধান্ত নিতে না পারলে লকডাউনই জাতির মৃত্যুডাউন নিয়ে আসবে, যা আমাদের কাম্য নয়।