সখীপুরে মনোনয়নপত্র জমা দিলেন কাদের সিদ্দিকী ও মেয়ে কুঁড়ি সিদ্দিকী
আনোয়ার পাশা, সখীপুর (টাংগাইল) বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইল -৮ (সখীপুর-বাসাইল) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম ও তাঁর মেয়ে কুঁড়ি সিদ্দিকী।
বুধবার মনোনয়নপত্র জমার শেষদিনে সখীপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আমিনুর রহমানের কার্যালয়ে তাঁরা উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতালীগের সহ-সভাপতি আবদুল হালিম সরকার (লাল মিয়া), উপজেলা কমিটির সভাপতি আতোয়ার রহমান, সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীম, স্থানীয় বিএনপির
প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন। একই
আসনে তিনি এবং তাঁর মেয়ের মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, আমি ব্যাংকের
যথেষ্ট পরিমাণ টাকা পরিশোধ করেছি।
এরপরও যদি সরকার আমার মনোনয়নপত্র বাতিল করে তাহলে এ আসনে আমার মেয়ে কুঁড়ি সিদ্দিকী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে। তিনি বলেন, এবারের নির্বাচন আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের নির্বাচন। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলেও আশা প্রকাশ করেন।