সেলিনা জাহান প্রিয়ার কবিতা-সময়ের চোরাবালি
সময়ের চোরাবালি
——————– সেলিনা জাহান প্রিয়া
ভালবাসার বিশ্বাসের হাতের ছুঁয়া এক তৃপ্তি
আমিত্বকে অনুভব করেছিলাম তোমার ছুঁয়ায়
স্পর্শ যেদিন পেয়েছিলাম বিশ্বাস ছুঁয়ে ছিল অধর
সত্যি স্পর্শ অনামিকায় লেগে থাকা জলের মতো ।
তোমার কী মনে আছে! আমার বড্ড বেশি মনে পড়ে
হেরে গিয়েছিলাম কি ছিল সেই ছুয়ায় আগন্তুক রঙধনু ,
কি জানি!
হয়ত কারো চোখের শিকলে বাঁধা পড়েছিল আমার চোখ।
স্বপ্ন ঝরা বাদলের শেষ ফোঁটায় ভেজা একটি ক্ষণের ছুঁয়া
হাজারো মাঝরাত পেরোনো এক বার্তার আঁখি মেলা ভাব
অশান্ত কলেবরে শেষ আক্ষেপটুকুও মনে করে বেঁচে থাকা
আজ তুমি পাশে নেই তাই তো হারাই না কারো চোখে,
প্রশ্ন জাগে !
ভুলের শহরে এক একটা রাত কেমন করে শেষ হয় ?
স্মৃতি হাতড়ে আমি খুজেই বেড়াই সেই হাতের ছুঁয়া !
নিখোঁজ খবর কেউ জানো?
যার নিজের হাতে আঁকা একটা পৃথিবী ছিলাম আমি,
সে পৃথিবীতে সে একমাত্র একটি গোলাপ রেখেছিল
গভীর রাতে মেঘে ঢাকা মায়াবী গোলাপ সে ফুল ,
সে আমার খোঁজ রাখো নি – আমিই সেই একা
মনের ভুলে খুব কাছের মানুষটিও মনে রাখে নি
অবাক করা জোছনায় তাই ভাবি মনের ঘরে
মায়াবী সেই পথ ফিরে তাকায় আবারো,
নাহ.. কেউ তাকে মনে রাখে নি,
দিনশেষে কেউ থাকে না মনে
স্বপ্নেরা পালিয়ে গেছে ঘর ছেড়ে
আজ আমার কবিতা শেষ হয়
কিন্তু “তুমি” নামের সেই ছুঁয়া
আর খুঁজে বেড়াই ।
তারপর এক আকাশ জোছনায়
কিংবা কৃষ্ণপক্ষের রাতে
লিখে রাখা অবাক করা চিরকুটে
আমি তোমার কাছে অবশেষে-
শত সহস্র আলোক বর্ষ পেরিয়ে,
নক্ষত্রের রাতগুলোতে
তোমায় ভেবে
সময়ের চোরাবালিতে আমার এক পেয়ালা স্মৃতি!
আমি ডুবে যেতে দেখি-