রওশন হাসান এর কবিতা-সর্বাঙ্গ রুপান্তরিত

 

সর্বাঙ্গ রুপান্তরিত

———————   রওশন হাসান

 

সকাল ঝরে নরম রোদের আস্তিনে
দিনের চুম্বনে মাটি পিপাসিত
যেমন তোমায় বুকে ভরে কেটেছে গতরাত্রি
কাটবে সহস্রকাল এমনি করেই
তোমার উপস্থিতি অনুপস্থিতি ছায়ার মত
আমায় প্রদক্ষিণ করে
আমি স্বকীয়তা হারিয়ে তোমার হয়ে যাচ্ছি বোধ হয়
ভালোবাসা নামক দ্রবীভূত জলে ক্রমশ তলিয়ে যাচ্ছি।

উদ্ধত সূর্য শিখায় পোড়ে অরুণ্যানী, কন্টকময় হৃদয়
শুষ্কতায় শুকায় জলধি, উন্মোচিত বারি
তোমার নিঃশ্বাসে শোষিত আমার শত ক্লেদ
দুঃসহ আঘাতে চৌচির আহত মেঘ
কবোঞ্চ বৃষ্টির স্পর্শে তোমার পানে ধাবমান খন্ডিত প্রাণ
ঘুমন্ত শহরের সোডিয়াম আলোয় জাগ্রত মাকড়ের দল
আলোর আকর্ষণে মৃত্যুকে দ্বিধাহীন জাপটে ধরে
আরও একবার বাঁচার নেশায় তোমার অনুসঙ্গে
অজস্র তারার বিসর্জন মহাকাশের আহবানে
মৃত সুরঙ্গে জোয়ার আসে পথ পেরুবার নাব্যতায়
জানালার কপাটে অপেক্ষারত সুরভিত প্রত্যুষ পার্বণ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!